ঢাকাদক্ষিণে দোকান চুরি, সাড়ে চার লক্ষ মালামাল লুট

38

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণে এক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে আঁখি এন্টার প্রাইজ নামক একটি দোকানে চুরির ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় দোকানের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে চোরেরা পালিয়ে যায়। আঁখি এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী রুবেল আহমদ জানান, ২৫ হাজার টাকার মোবাইল কার্ড, ৫টি পাওয়ার ব্যাংক, ২০/২৫টি মেমোরী কার্ড, ড্রয়ার থেকে নগদ ৫০হাজার টাকা, ১০টি স্মার্টফোন, প্রায় ৪০টি নরমাল মোবাইল ফোন, প্রায় ৭০টি চার্জার, ৫টি স্পিকার, ব্যাটারি, ও প্রায় ১০০টি আন-এ্যাকটিব সীম কার্ড সহ ফ্লেক্সিলোডের ৪টি অপারেটরের মোবাইল নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক বাজার দর ৪ লক্ষ ২০ হাজার টাকা। দোকানে চুরি সংঘটিত হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় ব্যবসায় সম্প্রসারণে ঘুরে দাঁড়ানো খুবই কষ্টসাধ্য হবে বলেও জানান তিনি। এদিকে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। বাজারের ব্যবসায়ীদের অনেকেই বাজারে পাহারাদার না থাকার বিষয়টিকে দায়ী করছেন। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি বাজারে পাহারাদার রাখার বিষয়ে উদাসীন। ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। বাজারে পাহারাদার না থাকায় তিনি ব্যবসায়ীদের সতর্ক থাকার আহবান জানান। পাহারাদার রাখার বিষয়টি ভেবে দেখবো বলে অবহিত করেন। এদিকে বাজারের চৌমুহনীতে এ ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনায় ক্ষোভ জানিয়ে টহল পুলিশের ভূমিকা আরো জোরদারের আহবান জানিয়েছেন ব্যবসায়ীরা। এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার এএসআই সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।