সন্তুষ্টি

15

রহিমা আক্তার রীমা :

আমাকে চেয়েছে ওরা ভাষা থাকতে স্তব্ধ করে দিতে
আমার মুখ এঁটে চেয়েছে সারাজীবন
সেলাইবদ্ধ করে রাখতে।
আমি বলতে চেয়েও বলতে পারিনি
আমাকে বলতে দেওয়া হয়নি!
আমি সাথে চলতে চাইলে চলার অধিকার পাইনি,
আবার একা চলতে চাইলাম কেন?
তাতে নানান অপবাদে জর্জরিত করছে
কিছু নালায়েক হিংসুকের দল।
আমাকে স্তব্ধ করে পায়ে শিকল পড়িয়ে রাখতে পারলেই যেন তাদের আত্মার সন্তুষ্টি।
এক পা,দুপা করে যে পথ এগিয়েছি সত্য-নির্ভীক হয়ে
তা আর রোধ করার সাধ্য আছে কার?
শকুনের দল জ্বলেপুড়ে মরে মরুক,
আমার ক্ষতি সাধনে উজ্জীবিত হয় হোক
তাতে আমি আর ডরি না।
আমার আছে সত্য-সুন্দর একটা মন,
কারও ক্ষতি সাধনে আমি ভাবি না,
কারও অন্যায়ে আমি পথ চলি না।
উপরওয়ালা আমার ভরসা তাতেই আমার সন্তুষ্টি।