মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ॥ ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যা বন্ধে মুসলিম বিশ^কে কার্যকর পদক্ষেপ নিতে হবে

22
ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বর গণহত্যা বিশ^ মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসে ইসরাইলী বর্বরতা মুসলমানগণ মেনে নিবেনা। ইসরাইলী হায়েনারা নির্বিচারে বোমা বর্ষণ করে শুধু নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছেনা, নিরপরাধ নিষ্পাপ শিশুদেরকেও হত্যা করছে। ইসরাইলীদের এমন বর্বর হত্যাকান্ড নিয়ে জাতিসংঘসহ বিশ^ মোড়ল দেশগুলো নিরবতা পালন করছে। কোন কোন দেশ ইসরাইলকে মদদ দিচ্ছে। এমন অবস্থায় বিশে^র মুসলমানরা ঘরে বসে থাকবে না। ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতা বন্ধে বিশ^ মুসলিমকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। মুসলমানদের ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে ইসরাইলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। জাতিসংঘ ও ওআইসি সহ বিশ^ বিবেককে ফিলিস্তিনিদের প্রতি স্বোচ্ছার হতে হবে।
তিনি মঙ্গলবার জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, হাফিজ মশাহিদ আহমদ, মুহাম্মদ আজিজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম ও সেক্রেটারী আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি