সুনামগঞ্জে বারঘর রাস্তার পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হইপ মিসবাহ

11

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হারুয়ারগাঁও গ্রামের সামনে সদর উপজেলা এলজিইডির বাস্তবায়নে ৩২ লক্ষ টাকা ব্যয়ে নতুন কারাগার-বাহাদুরপুর ব্রীজ ভায়া বারঘর জিপিএস রাস্তা পুনর্বাসন কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
শনিবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-আমার নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামকে পাকা রাস্তার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেই আমি উন্নয়ন কাজ করে যাচ্ছি। অচিরেই সাবমারজিবল সড়ক নির্মাণ কাজ শুরু করবো যাতে করে হাওরের ভিতরের গ্রামগুলো পাকা সড়ক যোগাযোগের আওতায় আসে। এ সময় আরও উপস্থিত ছিলেন, সুুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোছাব্বির, আবুতালেব, আওয়ামীলীগ নেতা সভাপতি আব্দুল মতিন, সদর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, ইউপি সদস্য হিরা শামসুল হক, জাপা নেতা ফারুক মেনর, আব্দুল মন্নান আব্দুর রকিব তালুকদার, নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি মোশাহিদ আলম মহিম, মানিক মিয়া, ফুজায়েল আহমদ প্রমুখ।