স্বাধীনতার ডাক

14

মুহাম্মদ ইমদাদ হোসেন :

খোকা তুমি চেনো কীরে
স্বাধীনতার মহানায়ক
শেখ মুজিবুর কে?
সেই ছেলেটা শেখ মুজিবুর
সাতই মার্চে ঐতিহাসিক
ভাষণ দিলেন যে।

খোকা তুমি জানো কী?
সাতই মার্চের ভাষণ কী?
সাতই মার্চের ভাষণ হলো
বজ্র কণ্ঠের হাক
পরাধীনের শিকল ভেঙে
স্বাধীনতার ডাক।

খোকা তুমি বুঝ কী?
স্বাধীনতার মানে কী?
স্বাধীনতার মানে হলো
শান্তির পরিবেশ
রক্ত-প্রাণে বিজয় করা
মুক্ত বাংলাদেশ।