পাতি নেতা শিয়াল

6

হোসাইন আল-নাহিদ :

সিংহ রাজার ছানা হলো
উৎসব সাড়া বনে,
পাতি নেতা শিয়াল বেটা
সুযোগের দিন গুণে।

সারা বনে ঢোল বাজায়
ভোজন হবে বলে,
মোড়গ মুরগীর তাই শুনে
মনটা যায় গলে।

ভোজন খাবে দলে দলে
ভয়ের কিছু নাই’রে,
শিয়াল বেটার লোভ আছে
কি করবে তাই’রে?

শিয়াল পণ্ডিত ভদ্র হইছে
সেঁঝে আছে ভালো,
সবার মাঝে দেখাচ্ছে ঘুরে
মনে নাই তার কালো।

সরল মনে মোড়গ মুরগী
ভোজন খেতে আসে,
বেলা শেষে ফিরলো পরে
পরিণতি হয়ে লাশে।