মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে নাসিম হোসাইন ॥ তারেক রহমানের উপর ফরমায়েশি রায় জনগণ মেনে নিবে না

9

মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে সরকারের অপ-রাজনীতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বর্তমানে বাংলাদেশে মামলা ও আদালতের রায় সরকারের ইচ্ছাতেই হয়। সরকারের নির্দেশে নড়াইলের আদালত যে ফরমায়েশি রায় দিয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের উপর একের পর এক ফরমায়েশী রায় দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমানোর পায়তারায় লিপ্ত রয়েছে বর্তমান সরকার। আন্তর্জাতিক মিডিয়ায় দেশ যখন মাফিয়া রাষ্ট্রে রূপান্তরিত তখন জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এ ধরনের একটি রায় দিয়েছে সরকার। অবিলম্বে এসব মিথ্যা মামলা ও রায় প্রত্যাহার করা না হলে অচিরেই সিলেট থেকে সরকার পতনের দুর্বার গণআন্দোলন শুরু হবে বলে হুশিয়ারি প্রদান করেন তিনি।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সদস্য আবুল কাশেম, শামীম আহমদ, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন রানা, আলী হায়দার মজনু, উজ্জল রঞ্জন চন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, জেলা বিএনপি নেতা শাহাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার তুতু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সাব্বির আহমদ, ময়নুল হক স্বাধীন। যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাহিবুর রহমান সুজান, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, লোকমান আহমদ, আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মির্জা সম্রাট, ওসমান গনি, জয়নুল ইসলাম জনি, মতিউর রহমান আফজল, ইছহাক আহমদ, নাসির উদ্দিন রহিম, স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শাকিল মোর্শেদ, আলী আনসার, মাছুম রাজ্জাক রুমেল, রশীদুল হাসান খালেদ, তানিমুল ইসলাম তানিম, মো. জাহেদ, লুৎফুর রহমান, আব্দুল মালেক, আফসর খান, এনামুল হক সোহেল, সৈয়দ আমির আলী, ফাহিম আহমদ, সালেক খান, আব্দুল মনাফ, জীবন আহমদ, প্রভাষক মকসুদ আলম, সাইফুল ইসলাম কোরেশী, জাহেদ আহমদ, সৈয়দ রাজন, গোলাম রব্বানী, চমন আহমদ, রেদওয়ান আহমদ, সৈয়দ আহমদ দিপক, মোস্তাক আহমদ। বিজ্ঞপ্তি