হারাই কেন ঈমান?

26

রুস্তম আলী :

আল্লাহ মাবুদ মোদের দুশমন শয়তান
এ’কথা জানার পরও হারাই কেন ঈমান?
যেটা মোদের করতে মানা সেটা মোরা করি
যেটা আছে করার আদেশ সেটা হতে সরি।
যেটা মোদের খেতে মানা সেটা মোরা খাই
হারাম হালালের কোনও বাছাবাছি নাই।
যার দয়াতে রাতের শেষে ঘুম থেকে উঠি
কাজ নিয়ে সারাটা দিন করি ছুটাছুটি,
মাথার ঘাম পায়ে ফেলে করি রোজগার
বাড়ি-গাড়ি করি আর মুখে তুলি আহার,
ঝিকঝাক পোশাকে ঢের খুশির উচ্ছাস,
প্রতি মুহূর্তে নাকে টানি হায়াতের শ্বাস,
সেই মাবুদ ছাড়া কারও নেই কোনও গতি
অবজ্ঞা তবে কেন অনুগত্যে চলার প্রতি?