শ্রমিকদের ভাগ্যন্নোয়ন ব্যতিত রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় —- মাওলানা সোহেল আহমদ

11

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেটের অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ব্যতিত কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্রীয় অর্থনীতির মূল চালিকা শক্তি হয়েও শ্রমিকরা অবহেলিত থাকবে এটা কখনো মেনে নেয়ার মতো নয়। তাই দ্বিধাবিভক্ত শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে একটি ইনসাফ ভিত্তি সমাজ বিনির্মাণের জন্য কাজ করতে হবে। তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-১৮১৯) এর দ্বি বার্ষিক সম্মেলণে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাখা সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, অফিস ও প্রচার সম্পাদক বদরুজ্জামান ফয়সল, ট্রেড ইউনিয়ন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শ্রমিক নেতা হাসন আলী, ফারুক আহমদ, আলমগীর হোসেন, লিলু মিয়া ও মাহবুবুর রহমান প্রমুখ।
সম্মেলনে সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-১৮১৯) এর ২০২১-২২ শেসনের নতুন কমিটি ঘোষণা করেন বিশেষ অতিথি এডভোকেট জামিল আহমদ রাজু।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মোঃ আব্দুল বারী, সহ-সভাপতি মোঃ আলমগীর আহমদ, সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সহ-সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ অশিনুর আহমদ আশিক, অর্থ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আহমদ, দপ্তর সম্পাদক মোঃ মুস্তাকিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি আহমদ, প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-প্রচার সম্পাদক মোঃ আমির উদ্দিন, সমাজ সেবা সম্পাদক মোঃ ইন্তাজ আলী, সহ- সমাজ সেবা সম্পাদক মোঃ লুটন আলী, সাহায্য পূণর্বাসন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সহ-সাহায্য পূণর্বাসন সম্পাদক মোঃ সুমেল আহমদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সেলিম খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম আহমদ, ট্রেড ইউনিয়ন বিষয় সম্পাদক মোঃ জাবেদ আহমদ লিটন, সহ-ট্রেড ইউনিয়ন বিষয় সম্পাদক মোঃ ফারুক আহমদ, সদস্য মোঃ মখলিছির রহমান, মোঃ খোকন আহমদ, মোঃ বোরহান উদ্দিন, মোঃ শাহিন আহমদ ও মোঃ শাহাবুদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি