যদি পারতাম

11

মজনু মিয়া :

যদি পারতাম চান্দের আলো ধরে আনতাম
যদি পারতাম আকাশের ঐ তারা চাইতাম
যদি পারতাম সাগর সেঁচে মানিক খোঁজতাম
যদি পারতাম অরণ্য ঘুরে ঔষধ জানতাম।
যদি পারতাম মনের মতো ধরা সাজাতাম
যদি পারতাম হৃদয়ের কথা সব বলতাম
যদি পারতাম তোমাকে যে কাছে চাইতাম
যদি পারতাম সব কিছু হাত মুঠোয় রাখতাম।
যদি পারতাম তবে সব হয়তো করতাম না
পারলেও সব করতাম না, কারণ কাজে লাগলে
কারো উপকার হলে তো হিংসা হতো!
যদি পারতাম মন থেকে হিংসাকে মারতাম
যদি পারতাম অংকারকে আগে পুড়তাম।