সুনামগঞ্জে প্রভাষক জুয়েলের খুনিদের গ্রেতারের দাবিতে মানববন্ধন

41

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের ছাত্র-শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
গত ১ ডিসেম্বর পূর্ব বিরোধের জের ধরে ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় খুন হন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েল।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাষক জুয়েল নির্মমভাবে খুন হওয়ার প্রায় এক মাস পেরিয়ে গেলেও অধিকাংশ খুনীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে থাকায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্মম এই খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হোক।
এতে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পিটিআই সুপার গোলাম মোস্তফা, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুজনের জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ শান্ত, পেশাজীবী নেতা শুভঙ্কর তালুকদার মান্না, জামাল আহমদ, সাংবাদিক মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, শাহাবুদ্দিন আহমেদ, নিহতের ভাই প্রভাষক সুয়েবুর রহমান, আসাদুল হক রনি, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহার, কলেজ শিক্ষার্থী নাঈম আহমদ, আধিত্য তালুকদার, অমিত রায়, তানজিুলর রহমান, সুমিত পুরকায়স্থ, জয় বনিক, রাজিব প্রমুখ।