আমার ভালোবাসা

8

জাহিদ আজিম :

আমার ভালোবাসা দূর্বার ডগায় শিশিরের মুক্তো নয়
তোমার মনকে মুগ্ধতায় ভরিয়ে দিয়ে ক্ষণিকের তরে ,
নরম রোদের অল্প আঁচেই সে শূন্যতায় মিলিয়ে যাবে
অথবা হালকা এক বাতাসেই টুপ করে যাবে ঝরে।
আমার ভালোবাসা কোনো এক নদীর মতোও নয়,
মৌসুমী বায়ু পেলেই টইটম্বুর হয়ে ভাসবে জলের বানে ,
সেই মেঘবতী চলে গেলেই আবার চর হয়ে পড়ে থাকবে
হাটুসম জলে কোনো সাম্পান আর ভাসবে না সেখানে।
আমার ভালোবাসাটা ঐ নীল সাগরের মতোও নয়,
সকাল-সন্ধ্যায় বাড়বে আবার কমবে জোয়ার-ভাটার টানে,
যা দেখে তোমার সন্দেহ হবে, প্রশ্ন জাগবে মনে খুবই
আসলেই বিস্তৃত বুকটাতে জল আছে কি পরিমাণে ?
আমার ভালোবাসাকে ফুল বা চাঁদের মতোও বলবো না,
সুরভিত ফুল মনকে পুলকিত করেই আবার যায় ঝরে ,
আর চাঁদ? থৈ থৈ জোছনা আঁধার কিছু দূরে রাখলেও
সে তো নিজেই আবার হারিয়ে যায় ঘন কালো আঁধারে।
তুমি আঙিনায় দাঁড়িয়ে নিশ্চয়ই রোজ ধ্রুবতারা দেখো ?
আগেও যেমন ছিল, এখনো একই আছে ঐ নীলিমায় ,
আকাশের বুকে ঝলমলে আলোর প্রদীপ হয়ে সে জ্বলে
যাঁর উপর চোখ রেখে অজানা পথেও পা বাড়ানো যায় ।
আমার মন-আকাশের ভালোবাসাটাও ঐ তাঁরাটার মতোই
তোমার চোখে অতি ক্ষুদ্র মনে হলেও আসলে সে বিশাল,
দূর থেকে বুক নিংড়ে অকৃত্রিম আলো ছড়াবে প্রতিদিন
মিটি মিটি চোখে তোমার পানেই চেয়ে থাকবে অনন্তকাল।