খোকার মা

9

গোলাম আযম :

ও খোকার মা বলো তুমি
খোকা গেলো কই,
আমি শুধু অহর্নিশি
এই টেনশনে রই।
পড়ালেখার সময় হলে
হাতে দিও বই।।

আযান দিলে মসজিদেতে
খোকা যেন যাই,
রবের কাছে দু’হাত তুলে
পানাহ্ শুধু চাই।
এই তো শুধু চাওয়া পাওয়া
অন্য কিছু নই।।

যার তার সাথে মেলামেশা
করলে তোমার খোকা,
বন্ধু সেজে শয়তান তখন
দিতে পারে ধোকা।

ও খোকার মা তারে তুমি
আসলে বলে দিও,
আল্লাহ্ ছাড়া এই দুনিয়ায়
নইতো কেহ্ প্রিয়।
সুখে দুখে প্রভুর প্রেমে
অটল যেন রই।।