সিফডিয়ার ইলেকট্রিক বেড প্রদান ॥ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবিকতা

6

মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবিকতা। সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দু:খে কবিতার চরণের মতোই সিফডিয়া মানুষের কল্যাণে কাজ করছে। মানবিক মানুষ হিসেবে সমাজের কাছে আমাদের যে দায়বদ্ধতা, সিফডিয়ার কার্যক্রমের মাধ্যমে যদি তা কিছুটা লাঘব হয়, তবেই স্বার্থকতা। সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া সিফডিয়ার উদ্যোগে জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালে ইলেকট্রিক বেড প্রদানকালে বক্তারা এ কথাগুলো বলেন।
২৯ ডিসেম্বর মঙ্গলবার জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মোস্তফা কামালের কাছে সিফডিয়ার পক্ষ থেকে ইলেকট্রিক বেড প্রদান অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো আব্দুর রশিদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় উপস্থিত ছিলেন সিফডিয়ার উপদেষ্টা ও ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, তাহমিদ খোরশেদ, সিলেট এক্সপ্রেসের ষ্টাফ রিপোর্টার সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি