গরম চায়ে

5

আব্দুল্লাহ বিন রওহা তুহিন

নীল আকাশে পাখি মেলা
মুচকি হেসে যায়,
আজব চোখে দেখে আমায়
সুর মিলিয়ে গায়।

মনটা তখন হয় যে ভালো
দাদু কাছে পেলে,
দিন কেটে যায় তারই সাথে
মজার খেলা ছলে।

পূর্বকোণের ঠাণ্ডা হাওয়া
লাগলো যখন গায়ে,
সবাই মিলে মগ্ন থাকি
মিষ্টি গরম চায়ে।