ছাতক প্রতিনিধি
ছাতকে দিবালোকে কৃষকের ক্ষিরার চারা গাছ উপড়ে ফেলার ঘটনায় থানায় দায়েরী অভিযোগের প্রেক্ষিতে শালিস বৈঠক অনুষ্টিত হবে আজ সোমবার।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রাম সংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে। এঘটনার প্রতিকার চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, ছাতক প্রেসক্লাব সদস্য মো. নুর উদ্দিন একই গ্রামের মনফর আলীর কাছ থেকে বর্গা হিসেবে প্রায় ৩৫ শতক জমিতে ক্ষিরা চাষাবাদ করেন। এর আগেও তিনি দুই বছর এ জমিতে ক্ষিরা চাষাবাদ করেছিলেন। তিনি ক্ষিরা, ধান, শাক সবজি চাষাবাদ করে পরিবারের জীবীকা পরিচালনা করে থাকেন। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চৌকা গ্রামের তেরা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে জমিতে এসে ফসলকৃত ক্ষিরার চারা উপরে ফেলেন। একাধিক কৃষকসহ ক্ষতিগ্রস্ত নুর উদ্দিন জানান, মূলত এই জায়গা গুলো চৌকার তেরা মিয়াসহ তার সকল ভাই বোনদের। সম্প্রতি ৩০ হাজার টাকার বিনিময়ে জমি বন্ধক আনেন হলদিউরা গ্রামের মনফর আলী। তিনি ওই মনফর আলীর কাছ থেকে বর্গা হিসেবে পর পর তিন বছর ধরে এই জমি চাষাবাদ করে আসছে। জমি প্রস্তুতসহ ক্ষিরা চাষাবাদে তার প্রায় ৩০ হাজার টাকা ব্যায় হয়েছে। এক মাস পর গাছে ক্ষিরা ধরতো এবং বাজারে বিক্রি করে প্রায় লক্ষাধিক টাকা আয় হতো। কিন্তু এই স্বপ্ন তার নিমিষেই বিনষ্ট করেছেন তেরা মিয়াসহ তার সহযোগিরা।
এ ঘটনা নিস্পত্তির লক্ষ্যে শনিবার রাতে থানায় এসআই ছত্তার, বিএনপির নেতা আজিজুর রহমান. জাপা নেতা সামছুদ্দীন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, এস এম খালেদ মিয়া ও ক্ষতিগ্রস্ত নুর উদ্দিনসহ গ্রামবাসীর একাধিক লোকজন শালিস বৈঠকে বসেন। ঘটনাটি নিস্পত্তির জন্যে আজ সোমবার উভয় পক্ষকে নিয়ে স্থানীয় চৌকা পয়েন্ট বৈঠক অনুষ্টিত হবে।