বড় দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়েরর সাথে এসএমপি কমিশনারের মতবিনিময়

28
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (শুভ বড়দিন) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পুুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।

স্টাফ রিপোর্টার :
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (শুভ বড়দিন) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসএমপি হেডকোয়ার্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন

আগামীকাল শুক্রবার যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে পালিত হবে বড়দিন (ক্রিসমাস ডে) উৎসব পালন করবেন খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষজন। এই উপলক্ষে একদিন পূর্বেই নিজেদের বাড়িতে ক্রিসমাস ট্রি কে সাজিয়ে তুলছে এক শিশু। ছবিটি নগরীর নয়াসড়ক খ্রিষ্টান টিলা থেকে তোলা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।
উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো: শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা: সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ,সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, খ্রীষ্টিয়ান মিশন, নয়াসড়ক, সিলেট এর সভাপতি প্রতিনিধি ডিকন নিঝুম সাংমা, মাইকেল রঞ্জন বিশ্বাস,ইন্মনূয়েল ব্যাপিস্ট চার্চ, শিবগগঞ্জ, লাকরিপাড়া, সিলেট এর প্রতিনিধি জেমস ফলিয়া,লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, লাক্কাতুরা, সিলেট এর প্রতিনিধি বিধান বিশ্বাস, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, লাক্কাতুরা, সিলেট এর প্রতিনিধি গডেন বিশ্বাস,মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চ, মালনীছড়া, সিলেট এর প্রতিনিধি ডোনাল্ড বিশ্বাস,বালুচর ক্যাথলিক চার্চ, বালুচর, সিলেট এর প্রতিনিধি যোসেফ হাউই,খাদিম নগর ক্যাথলিক চার্চ, শাহপরাণ, সিলেট এর প্রতিনিধি জর্জ ত্রিপুরা। এছাড়া, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলম, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো: রুহুল আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো: শওকত আলী জেদ্দারও সভায় অংশ নেন।