সমাজের কল্যাণে যারা অবদান রাখেন তাদেরকে স্মরণ করতে হবে —- মেয়র আরিফুল হক চৌধুরী

9

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণে যারা অবদান রাখেন, তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। প্রত্যেক প্রাণিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা আজ যাদেরকে স্মরণ করছি, তারা সত্যিকার অর্থে একজন সমাজহিতৈষি ও শিক্ষাদরদী মানুষ ছিলেন, তারা আজীবন সমাজ ও দেশের কল্যাণে কাজ করে গেছেন। আমাদেরকে তাদের কাজ থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করার জন্যে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।
হাউজিং এস্টেট এসোসিয়েশন-এর উদ্যোগে শনিবার সন্ধ্যা ৬ টায় এসোসিয়েশনের কার্যালয়ে হাউজিং এস্টেট এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইউসুফ জুলকারনাইন জায়গীদার (কর্ণেল), হাউজিং এস্টেট এসোসিয়েশন ও হাউজিং এস্টেট জামে মসজিদ-এর কার্যনিবাহী কমিটির সদস্য মরহুম সৈয়দ শাহ কামাল, হাউজিং এস্টেট এসোসিয়েশন-এর সাবেক অর্থ সম্পাদক মরহুম আনোয়ার আলী, হাউজিং এস্টেট এসোসিয়েশন-এর সদস্য মরহুম গিয়াস উদ্দিন স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, আব্দুল মালিক, মাসুদ আহমদ চৌধুরী মাকুম, ডা. ফজলুর করিম কাউছার, তোফায়ল আহমদ চৌধুরী, আবদুল ওয়াদুদ, এনামুল কুদ্দুছ চৌধুরী, রুহুল কুদ্দুছ মাসুম, মোজাম্মেল ওয়াহিদ, আখতারুজ্জামান তালুকদার, সাম্মাক রেজা তাকিম, মুরশেদ আহমদ চৌধুরী, আখলাকুর রহমান, জয়নাল আবেদিন, ওমর মাহবুব, আবদুস সামাদ চৌধুরী আবু, মোহাম্মদ নাবিল, মো. আবুল কাশেম, আবুল হাসান, ইমদাদুর রহমান খান, ইমতিয়াজ আহমেদ খান, জাহিদ হাসান পাভেল, ডা. আফজাল, মো. হাবিবুর রহমান। সভায় দোয়া পরিচালনা করেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাওলানা মো. জাকারিয়া আহমদ ও সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মারুফ আহমদ। বিজ্ঞপ্তি