নারীর প্রতি সহিংসতা নির্যাতন রুখে দাঁড়ান – সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

15

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলার উদ্যোগে শনিবার (৮ মার্চ) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সংগঠক সবিতা দাশ এর সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, মহিলা ফোরামের সবিতা রায়, ছাত্র ফ্রন্ট এম, সি কলেজ শাখার সভাপতি এম, এ ওয়াদুদ, শুভ্রত চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন অতীতের যেকোন সময়ের তুলনায় ভয়াবহ রুপ নিচ্ছে। নারীরা আজ ঘরে-বাহিরে সর্বত্র নির্যাতন-সহিংসতার শিকার হচ্ছে। নারী নীতিমালা প্রণয়ণ ও বাস্তবায়নে সরকার ব্যর্থ। বক্তারা নারীর প্রতি নির্যাতন-সহিংসতা রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি