বিশ্বনাথে ৬১ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন

3
বিশ্বনাথ উপজেলাধীন দশগ্রাম, মাহতাবপুর পরগনা বাজার এলাকায় ৬১ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে মোনাজাত করছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।

বিশ্বনাথ উপজেলাধীন দশগ্রাম, মাহতাবপুর পরগনা বাজার এলাকায় ৬১ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর তীর সংরক্ষণ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
২৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লামাকাজী ইউনিয়নস্থ সুরমা তীরবর্তী পরগনা বাজারে এ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনামের সভাপতিত্বে ও ইউপি সদস্য ফয়ছল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা, ওসি তদন্ত রমা প্রসাদ, বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া, সিলেটের পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার নিলয় পাশা, সমাজ সেবক সহিদ আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল আহমদ, চমক আলী, মো. নুরুজ্জামান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে এমপি মোকাব্বির খান সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় দোয়া পরিচালনা করেন কাজী আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি