রেড ক্রিসেন্ট সোসাইটির মাস্ক বিতরণ ॥ ভাইরাস থেকে বেঁচে থাকতে ঘরের বাইরে মাক্স ব্যবহার করুন

13

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরন মাস্ক পরিধানে মানুষকে সচেতন করে তোলার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সিলেট নগরীতে প্রায় ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে মাইকিং করা হয়। বৃহস্পতিবার নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে এই মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্য নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আব্দুস সালাম,জীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, যুব সদস্য রিনা বেগম, আমিনা আহমেদ, বদরুল আজাদ শুভ, লাবির ইয়াসির, মাজহারুজ্জামান খান, ইসতিয়াক মাহমুদ সোয়েব, দেলোয়ার হোসেন প্রমুখ।
মাস্ক বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস নির্মূলে এখন পর্যন্ত কোন সঠিক ঔষধ ও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। রোগমুক্ত থাকতে হলে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বিশ্বজুড়েই চলছে করোনা ভাইরাসের তান্ডব। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যকীয়। তিনি সকলকে সচেতন ভাবে চলার পাশাপাশি ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য ঘরের বাইরে মাক্স ব্যবহারের আহবান জানান। বিজ্ঞপ্তি