কওমি মাদ্রাসাগুলো ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিচ্ছে – আল্লামা লক্ষ্মীপুরী

11
কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার বার্ষিক এনাম ও হিসাবের জলসায় বয়ান পেশ করছেন মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
ঐতিহ্যবাহী কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক এনাম ও হিসাবের বিশাল ওয়াজ মাহফিল গত বুধবার দিবাগত রাত পর্যন্ত মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে এতে হাজার হাজার ধর্মপ্রান শরীক হন। ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্যে মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী বলেন, সারা বিশে^ ইহুদি ও নাসারারা শান্তির ধর্ম ইসলামকে হেয়প্রতিপন্ন করার জন্য নানা ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারা বিশে^র বিভিন্ন দেশে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে এবং বিশ^নবী ছাইদুল মুরসালিন মুহাম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে চরম ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছে। তাদের ইসলাম বিরোধী তৎপরতা বন্ধ করতে বিশে^র মুসলমানদের এক কাতারে সামিল হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের সব ধরনের ইসলাম বিরোধী তৎপরতা বন্ধ করতে কওমি মাদ্রাসার হক্কানী উলামায়ে কেরামরা আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.) স্মৃতি বিজড়িত দারুল উলূম মাদ্রাসা ইসলামের সুমহান আদর্শকে ধারন করে ধর্মীয় শিক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার পাশাপাশি এখান থেকে শত শত আলেম উলামারা ধর্মীয় উচ্চ শিক্ষা গ্রহণ করে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। মাদ্রাসার খেদমতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী হারুনুর রশিদ চতুলীর পরিচালনায় ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম শায়খুল হাদিস আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী আল্লামা আব্দুল কাদির বাগরখালী, মাওলানা আহমদ আলী ছিল্লা, মাওলানা মস্তাক আহমদ খান, মাওলানা সামছুদ্দিন দূর্লভপুরী, মাওলানা মুবেশি^র আলী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মুফতি আব্দুর রহিম, মাওলানা মারুফ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, সাবেক মেয়র লুৎফুর রহমান, মেয়র নিজাম উদ্দিন, সাংবাদিক এমএ হান্নান। ওয়াজ মাহফিলে বার্ষিক এনামের পুরস্কার বিতরণ করেন আল্লামা সামছুদ্দিন দূর্লভপুরী এবং বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন মাদ্রাসার হিসাব রক্ষক মাওলানা ক্বারী হারুনুর রশিদ।