জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা – কামাল আহমদ

19

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। তিনি ২৫ নভেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এখলাছুর রহমান, ইউপি সদস্য মোঃ শওকত আলী এবং আত্মকর্মী বিউটি আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ আরও বলেন-জাতির পিতা এ দেশকে সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা বিনির্মাণে কাজ শুরু করেছিলেন কিন্তু উন্নত রাষ্ট্র গড়ার স্বপ্নে যিনি সর্বদা বিভোর ছিলেন তাঁকে অকাতরে প্রাণ বিলিয়ে দিতে হলো যা এ দেশের জন্য কলঙ্ক। উন্নত দেশ বিনির্মাণ ও দেশের মানুষের সুখ শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসমাপ্ত কার্যক্রমকে বাস্তবায়ন করতে তাঁর সুযোগ্য কন্যা এ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছেন। ফলে দেশ এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে। সেই সাথে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছে এ বাংলার প্রতিটি ঘরে ঘরে। তিনি সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন- প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে তথ্য অফিসের প্রচার কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে। তিনি এ অনুষ্ঠান থেকে অর্জিত বার্তা সকলকে অনুসরণ করার এবং এসব বার্তা সর্বস্তরের জনতার নিকট পৌঁছাতে সকলের প্রতি আহ্বান জানান। সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, এনজিওকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি