সবুজ ফসলের ডাক

20

রস্তম আলী

সবুজ ফসলে দেয়
চাষীদের ডাক
তাই রোজ নামে মাঠে
চাষীদের ঝাঁক।
রোদে পুড়ে ঘামে গায়ে
হাঁসফাঁস করে
সারাদিন ফসলে চাষী
পরিচর্যা করে।
নিড়ান দেয় জমি চাষী
আর সার জল
সতেজ রাখে মাঠের
সবুজ ফসল।
ফুল ফুটে ফল হয়
পাকে তারপরে
ফসল কেটে মাথায়
বয়ে আনে ঘরে।