রিক্সা মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা ॥ সৌন্দর্য বর্ধন আমরাও চাই তবে রিক্সা চালকদের পেটে লাথি মেরে নেয়

6

রিক্সা মালিক-শ্রমিক ও সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ২৫ ডিসেম্বর শুক্রবার বিকালে নগরীর জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় প্রতিবাদ সভায় বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক কোরবান আলী, রিক্সা মালিক রাসেল আহমদ, শাহজাহান আলী, আব্দুস সুবহান, আবুল হোসেন, আইয়ুব আলী, রেনু মিয়া, জিল্লুল হক, আব্দুল মালেক, শহীদুল ইসলাম, মোবারক আলী, বাহার উদ্দিন, আবুল কাশেম, শ্রমিকনেতা সাজু মিয়া, এমদাদুল হক আব্দুল্লাহ, ইকবাল হোসেন, লাল মিয়া, আবুল কালাম, ফজলুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেট নগরীর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন হোক এটা সকলের সাথে আমরাও চাই। কিন্তু রিক্সা শ্রমিকদের পেটে লাথি মেরে এ কেমন বৈষম্যতা। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকা। এই এলাকায় জনসমাগম সবচেয়ে বেশি। রিক্সা শ্রমিকরা উক্ত এলাকায় যাত্রী আনা নেয়ার মাধ্যমে জীবিকা অর্জন করে থাকেন। হঠাৎ করে সিলেট সিটি কর্পোরশন উদ্দেশ্যমূলক ভাবে রিক্সা চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে। এটা অত্যান্ত দুঃখজনক। বক্তারা অনতিবিলম্বে শ্রমিকদের জীবিকার কথা বিবেচনা করেন বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় রিক্সা মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি