জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

8

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সারা দেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার” ও “মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে পৌর ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর শনিবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক আবদুল হাই এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আনহার মিয়া মেম্বার, জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া।
বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শংকর রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, পৌর আ’লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, আবাব মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ব্যবসায়ী আবু মিয়া, উপজেলার পাটলি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, মহিলা আ’লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম ইসলাম মুন্না, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড নেতা ফকির আজিজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল প্রমুখ।
এ সময় রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, রাণীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মুকিত, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, থানার এসআই রাজিব রহমান, রফিকুল ইসলাম, অনিক চন্দ্র দেব, মির্জা সাফায়েত, সাদরুল ইসলাম, জিয়া, শফিক, জহির, এএসআই মুক্তার হোসেন, সোহেল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।