সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন ——মুহাম্মদ ফখরুল ইসলাম

9

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। দেশপ্রেমিক জনতা দিনটিকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উদযাপন করে। কারণ জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে ১৯৭৫ সালের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিল। আমরা এবছর এমন সময়ে দিবসটি পালন করছি, যখন দেশে গণতন্ত্র ও আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এরই মধ্যে গ্যাস ও জ¦ালানী তেলের মূল্যবৃদ্ধি জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা এর মতো। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এই সরকার জনকল্যাণের বিপরীতে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে উদ্ধারের জন্য সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ৭ নভেম্বরের বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সামাজিক, রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি রবিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল মুকিত, এডভোকেট আলিম উদ্দিন, মাওলানা মুুজিবুর রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি