ভালোবাসার দিন রাত্রি

73

আইরিন আসাদ

ভালোবাসায় ভালোবাসা হয় এটাই চিরন্তন, যখন দুটি মন অজান্তেই কাউকে মনে করে সারাটা দিন-রাত্রি,
সেটাই ভালোবাসায় রূপান্তরিত হয়ে ফুটে উঠে এক সময়,
কি মুগ্ধতায় কি রূপ, কি গুণ, কি জাত-ভেদ কিছুই মানে না এই নেশায়।
কিভাবে ঘটে গেল আমাদের দুজন এর ভালোবাসা আজও অজানা,
সকালে চোখ মেলেই ভালোবাসার মানুষটার কথাই মনে পরে।
মোবাইলটা তাড়াতাড়ি হাতে নিয়েই শুভ সকাল, কেমন আছো, উঠেছো কি?
এসব প্রতিদিনের রুটিন।
আবার প্রতীক্ষায় বসে থাকি ওপাশের প্রতিত্তোরের জন্য,
চোখের পলক পড়ে না,
নিভো নিভো মোবাইল এর লাইটটা,
মোবাইলে উত্তর টা যখন আসে মনে ঈদ আনন্দ জাগে,
ভালোবাসাটাও বুঝি একটা সংসারের মায়াজালের মতোই,
সকালে ও কী খেলো, কী করছে, এসব ভাবতে ভাবতে সকালটা সন্ধ্যায় রূপ নেয়,
মাঝে মাঝে মিষ্টি ঝগড়া-
আজ থেকে ধূমপান করা চলবে না, আর ওপ্রান্তের মানুষটার মিথ্যে সম্মতি,
আমি বুঝতে পারলেই বলবে-
আর জীবনেও ধূমপান করবো না, প্রমিজ, তিন প্রমিজ।
হা হা হা
কত হাজারতম প্রমিজ আমার মনে নেই,
সকাল থেকে রাত পর্যন্ত কতো যে মেসেজ লিখে যাই একটানা।
উত্তর পাই না তবুও আমি অকপটে সারাদিন লিখে যাই
আমার ভালোবাসার কথা।
ওর জন্য প্রতিদিন এর রুটিন, ভালো কাজ করা আর খারাপ কাজ থেকে বিরত রাখা।
শাসনও কিন্তু কম নয়!
নামাজ বাদ দিয়োনা সময়মত পড়ে নিও যদি মনে না থাকে
তাই আমি নামাজ এর সময়মত নক করি তোমার মোবাইলে যোহর, আসর, মাগরীব,এশা আর ফজরে তো ফোন না দিলে ফজরের নামাজই পড়বানা জানি,
বেশী রাত করে বাহিরে আডডা মারা যাবে না, বাসায় তাড়াতাড়ি যাবে।
আজ শীত বেশি গরম কাপড় পরবে, গলায় মাফলার নিও।
ও শুনো, আজ বাইরে বৃষ্টি, ছাতাটা নিয়ে বের হবে কিন্তু, মাথায় বৃষ্টির ফোটা যেন না পড়ে।
কাশি হলে আদা, লং চা পান করো মুখে লং রাখো।
১২টা বাজে এখন ঘুমাও, ঘুমানোর আগে নেট বন্ধ করবে নাহলে কাঁচা ঘুমটা ভেঙে যাবে
ওহ্ ঘুমোনোর আগে
সারাদিন যা ভালোমন্দ কাজ করেছো সূরা পড়ে মাফ চেয়ে নিও আল্লাহ্ কাছে।
ঘুমোনোর আগে কত দুষ্টামি পাওনা বুঝে নেওয়ার জন্য।
তুমি বলো সব সিন্ধুকে জমা রাখলাম একসাথে সব দিবো।
আমি বলি নগদে যা পাওয়া যায় তাই ভালো, বাকির নাম ফাঁকি।
মাঝে মাঝে উত্তর আসে ওপাশ থেকে হুম, ওকে, লোক আছে।
মাঝে মাঝে তুমি উধাও হয়ে যাও এটা নিয়েও কতো রাগারাগি।
আমার ফোন বন্ধ, লিখা বন্ধ, তুমি একটু বুঝ না আমি অভিমান করেছি, খবরও নাও না।
পাগল হয়ে সব রাগ মাটি করে আবার তোমার খবর নেওয়া শুরু করি
সরি বলে, কারণ-
আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হবে, ও কি ছাতাটা নিয়ে বের হলো?
ও কি খেলো ? না খেলে পেট ব্যথা করবে যে।
বাসায় ঢুকার আগে মনে করে কি কি বাসায় নেই, সঙ্গে করে নিয়ে যাবে কিন্তু, যাওয়ার পথে বাসায় পৌছেই জানাবে।
কতো যে ভাবনা তোমায় নিয়ে আমার সারা দিন আর রাত্রি।