বিক্ষোভ মিছিল-সমাবেশে উত্তাল সিলেট ॥ ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন

22
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার বিক্ষোভ মিছিল।

সম্মিলিত ইসলামী জোট সিলেট : ফ্রান্সের রাজধানী প্যারিসে রাষ্ট্রীয় ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ২৭ অক্টোবর মঙ্গলবার বাদ আছর এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা ও তাদের সকল পণ্য বর্জন সময়ের দাবী বলে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, ফ্রান্সের রাজধানীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশে^র কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে। তাই বাংলাদেশ নিযুক্ত ফ্রান্সের হাইকমিশনারকে ডেকে এনে এর নিন্দা জানানো সহ ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্্ন করার দাবী জানান। এটা ইমানী দাবী, রাজনৈতিক কোন কর্মসূচি নয়। তিনি সকল মুসলমানকে এই আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।

জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে নগরীতে সিলেট মহানগর জামায়াত বিক্ষোভ মিছিল বের করে।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেটের সভাপতি মাওলানা শেখ নাসির উদ্দিন, বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা নওফল আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা এমরান আলম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি হাফিজ খলিলুর রহমান, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাসুক আহমদ সালামী, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা রফিক আহমদ মহল্লী, মাওলানা এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা নিয়ামত উল্লাহ, কুরআন শিক্ষা বোর্ড সিলেটের মহাপরিচালক মাওলানা কারী মুজাম্মিল হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আজাদ, মহানগরের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ছানাউল্লাহ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান, মাওলানা কমরুদ্দীন, কারী আবুল হোসেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা সিরাজ উদ্দিন, ছাব্বির আহমদ, মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফয়জুন নুর, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সেক্রেটারী ফখরুল আলম, মাওলানা আসলাম রহমানী, নূরুল হক প্রমুখ।
মহানগর জামায়াত : সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ‘ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসূল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বিশ^ মুসলিমের হৃদয়ে কোটরাঘাতের শামিল। বিশ^নবী (সা.) এর অবমাননা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। এজন্য ফ্রান্সকে বিশ^ মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ঐক্যবদ্ধভাবে ফ্রান্সকে প্রতিহত করতে মুসলিম বিশ^কে কার্যকর উদ্যোগ নিতে হবে। দুঃখজনক হলেও সত্য যে, ৯০ ভাগ মুসলমানের দেশ আমাদের বাংলাদেশের সরকার এখন পর্যন্ত এব্যাপারে কোন বিবৃতি প্রদান করছেনা। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডে নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর কড়া প্রতিবাদ জানাতে হবে। অন্যথায় এ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’
মঙ্গলবার বিকেলে জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্রান্স সরকার কর্তৃক মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিলটি নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মশাহিদ আহমদ, ক্বারী আলাউদ্দিন, এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মামুন হোসাইন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বাক স্বাধীনতার দোহাই দিয়ে ‘ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। অথচ, বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে বিশ^ মুসলিম এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত রয়েছে। এব্যাপারে ওআইসি সহ বিশ^ মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা বলেন, শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে ইসলাম বিদ্বেষী কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকার প্রকাশ্যে রাসূল (সা.) এবং ইসলাম ধর্মকে অবমাননা করেছে। আমরা তার শাস্তি দাবি করছি। সেই সঙ্গে ইসলামকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। ফ্রান্স সরকার তাদের নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করে। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।
মহানগর জমিয়ত : ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ আছর নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ছালিম ক্বাসেমীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, রাসূল (স.) আমাদের প্রাণের স্পন্দন। নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের অন্তর ক্ষতবিক্ষত হয়েছে। আমরা নবীজি (স.) কে জীবনের, পরিবার-পরিজন, ধন-সম্পদ সবকিছুর চেয়েও ভালোবাসি। কাফির, মুশরিক, জারজ সন্তানেরা রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমাণে বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। অবিলম্বে ব্যঙ্গচিত্রটি মুছে ফেলে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।
বক্তারা বলেন, ফ্রিডম অব স্পিচ এর কথা বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো যে ইসলামবিরোধী কার্জকলাপ চালিয়ে যাচ্ছেন তার পরিণাম শুভ হবে না। খুব শীঘ্রই ফ্রান্সের মাটিতে আসমানী গজব নাজিল হবে- ইনশাআল্লাহ।
বক্তারা সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ফ্রান্সের পণ্য বয়কট করার অনুরোধ জানান। সরকারিভাবেও বয়কটের ঘোষণা এবং রাষ্ট্রীয়ভাবে বয়কটের ঘোষণার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ না জানালে ফ্রান্স দূতাবাস ঘেঁরাও ও জ্বালিয়ে দেওয়া হুমকি দেন জমিয়ত নেতারা।
মিছিল সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সিনিয় সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, শায়খুল হাদীস শাহ আশরাফ আলী মিয়াজানী, জেলা জমিয়তের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কোতোয়ালী থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির বাবর, কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুকমান হাকিম। বিজ্ঞপ্তি