ইবনে সিনা মীরগঞ্জ শাখার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সুধী সমাবেশ

4
ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার, মীরগঞ্জ শাখার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সুধী সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ।

ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার মীরগঞ্জ শাখার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেটিং এএনএম তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ বিজনেস ফোরামের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আজিজ জামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরগঞ্জ বিজনেস ফোরামের চেয়ারম্যান মাওলানা সোহেল আহমেদ, ডিরেক্টর মাস্টার আবদুল করিম, ফেঞ্চুগঞ্জ থানার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা: শফিকুল আলম, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ম্যানেজার (এডমিন) মোহাম্মদ জাকির হোসেন, এজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক, ৫নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: এমরান উদ্দিন, ৮নং ভাদেশ^র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আলাউদ্দিন, ইবনে সিনা মীরগঞ্জ শাখার এডমিন ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে সবার জন্য তুলনামুলক কম খরচে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে ইবনে সিনা ট্রাস্ট কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক জনগোষ্ঠীর জরুরী স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পাইলট প্রজেক্ট হিসেবে ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার মীরগঞ্জ শাখাটি প্রতিষ্ঠা করা হয়। যা ইতোমধ্যেই এ অঞ্চলের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। প্রান্তিক পর্যায়ে এধরনের সেবা দেশের অন্যান্য অঞ্চলেও পর্যায়ক্রমে চালু করা হবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ইবনে সিনা মীরগঞ্জ শাখাটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ শাখা থেকেই পর্যায়ক্রমে সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মীরগঞ্জ এরিয়ার জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবীর তিন শতাধিক বিশিষ্ট ব্য ক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি