অজানা সাগরের জলে

57

নেছার আহমদ নেছার

যদি এমন হতো
তোমার সব স্বপ্ন গুলো সুরমায় মিশে গিয়ে
বুড়িগঙ্গার দূষিত জলে চলে যেত,
স্রোত হয়ে বা উত্তাল ঢেউ হয়ে।

অনাগত ব্যকুল স্বপ্নের আকুল করা সুর হয়ে
তরঙ্গে দুলে দুলে সাগর মহাসাগর পেরিয়ে
যদি কোন মনকে আকুল করে দিত,
সেই মনের চাওয়া পাওয়ার মাঝে
তোমার অস্তিত্ব খুঁজে নিতাম।

কেমন তুমি বুঝে নিতাম-কত দৃঢ় তোমার
একাগ্র নিবিড় ভালবাসা।
স্বপ্নগুলো ছুড়ে ফেলা যায় নাÑ
ক্ষণে ক্ষণে বিরহে বিষাদে ভরা বেদনা বাড়ায়
হাসায়-কাঁদায়-শত ব্যথা
বাসনার তাগিদ সইতে শেখায়,
যে সয়, সেই রয়।

সইতে পারে ক’জন, যেজন জানে না সইতে,
অসময়ে ডুবে মরে
অজানা সাগরের জলে॥