ইসলামী সমাজ বিপ্লবের জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই – মুহাম্মদ আবু তাহের

8
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর উদ্যোগে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা (তারবিয়াত) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মদ আবু তাহের মিসবাহ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আল-কারীম মিলনায়তনে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা (তারবিয়াত) অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাতের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা (তারবিয়াত) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মদ আবু তাহের মিসবাহ বলেন, ইসলামী সমাজ বিপ্লবের জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই। তিনি আরো বলেন, ব্যর্থ জাহেলী সমাজ ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলামী বিপ্লব ত্বরান্বিত করতে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমকালে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মাদ নূর উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মাহদী হাসান, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শেখ সাদী, সদস্য জুবায়ের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি