লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র টিউবওয়েল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

5

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট (লুয়েট) ইউকে’র উদ্যোগে অসহায়, দুস্থদের মধ্যে যাকাত তহবিলের অর্থে টিউবওয়েল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ৪ অক্টোবর রবিবার বিকেলে ইউনিয়নের বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের খান অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খান (খোকা খাঁ)।
মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট, ইউকের উপদেষ্টা, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, সালেহা-নুর চৌধুরী একাডেমীর পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিশিষ্ট মুরব্বী মোঃ রুশন মিয়া, বিবিদইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি দিলওয়ার আলী খান রানা, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সেক্রেটারী কামারুজ্জামান খান ফয়ছল, সিলেট মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান, খরসনা জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মুহিত, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা তোয়াজিদুল হক তুহিন, লায়েক আহমদ জিকু।
বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, বিশিষ্ট সমাজসেবী তজমুল হোসাইন, প্রবাসী কমিউনিটি নেতা ফাহিম মাহমুদ ফুরুক, দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর পত্রিকার সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, যুবনেতা আব্দুল আহাদ, হযরত আবু দৌলত এন্ড হযরত শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সর্বশেষ মোনাজাত পরিচালনা করেন বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম। বিজ্ঞপ্তি