গোলাপগঞ্জ কাঁচা বাজার সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

39

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
উৎসব মুখর পরিবেশে গোলাপগঞ্জ উপজেলার প্রধান বাজারের কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন ২০১৮ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৮জন প্রার্থীর মধ্যে ১২জন নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভোটররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, গোলাপগঞ্জ উপজেলা সমবায় অফিসার ও সমিতির নির্বাচন কমিটির সভাপতি জামাল মিঞা। এ সময় উপজেলার আরো দু’জন অফিসার ও গোলাপগঞ্জ মডেল থানার এএসআই শামসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে উপস্থিত ছিলেন। সভাপতি পদে বিজয়ী হয়েছেন (চেয়ার) প্রতীকের সেবুল আহমদ, সহ-সভাপতি পদে (দেয়ালঘড়ি) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তৈয়ব আলী, সাধারণ সম্পাদক পদে (মই) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ময়নুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে (দোয়াত কলম) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আলাই মিয়া। তিনটি ওয়ার্ডের বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন, ছাবলান, রুবেল আহমদ, বাবুল আহমদ, মতছির আলী, শামীম আহমদ, বিশু রঞ্জন দাস, প্রদীপ চন্দ্র পাল ও ফয়জুল হক। বিগত ২০১৩ সালে ওই কাঁচা বাজার সমবায় সমিতির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ভোট গননা শুরু হয় দুপুর আড়াইটায় এবং গণনা শেষে নির্বাচনের প্রিসাইডিং অফিসার জামাল মিঞা বিজয়ী প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।