মায়ার জাল

12

হামীম রায়হান

ঘুড়ি উড়ানোর কালটা আমি
সে-ই এসেছি ফেলে,
সময় তখন কাটত পাখির
মতন ডানা মেলে।
জোছনা ধোয়া পুকুর ঘাটে
গল্প জমা আসর,
দূর পাহাড়ে ভূতের বাড়ি!
বাজায় ঘন্টা, কাসর।
নদীর ধারে বসা মেলায়
চড়ে নাগরদোলায়,
কাটত মজায় দিনটা তখন,
ফিরবে না সেদিন হায়!
চাঁঁনখালি খাল ডাকত আমায়
দুপুর এলে নেমে,
এসব যেন আজো বাঁধা
আমার স্মৃতির ফ্রেমে!
আজো আমি হাতড়ে বেড়ায়
ফেলে আসা সেই কাল,
ব্যস্থ জীবনে শিশু কাল যেন
ছড়ায় মায়ার জাল।