কাজী আব্দুল্লা হিল আল কাফী

15

বনভোজন :

শীতের সকালে আমরা সবাই
বনভোজনে যাই
নানান রকম দৃশ্য দেখে সবাই
বেশ মজা পাই।
আনন্দ ফূর্তির উল্লাসে ঘুরতে
বেশ ভালোবাসি,
ঘুরছি ফিরছি ‘মেতেছি খেলা
মনটা যেন খুশি।
রান্না চলছে গল্পে যে হাসছে
হয়ে গেছে বেলা,
ফুটবল ক্রিকেটে গোল্লাছুটে
চলছে সব খেলা।
শীতের মাঝেই গায়ে দিয়েছি
ভারি একটা শাল,
শীতের সকালে মাছ ধরতে
হাতে নিয়েছি জাল।
খেলাধূলা গল্প আর খুশিতে
সময় চলে যায়,
এভাবে সারাদিন ফুর্তি করে
ফিরে আসতে হয়।