তরুণ প্রজন্মকে জ্ঞানার্জনে উৎসাহিত করতে হবে — প্রফেসর ড. আতি উল্ল্যা

11

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আতি উল্ল্যা বলেছেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হলে জ্ঞান চর্চা করতে হবে। জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে হবে। নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হলে জ্ঞান চর্চা ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত শনিবার রুস্তুমপুর কলেজ মিলনায়তনে পরিষদের সভাপতি সিরাজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদের পরিচালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ জামাল উদ্দিন, শাবিপ্রবি’র ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস সামাদ, নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক তুহিন, রুস্তমপুর কলেজের অধ্যাপক কামরুল আহমদ শেরগুল, কর উপদেষ্টা মোহাম্মদ আলী খোকন, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট নেতা তোরাব আলী, রুস্তমপুর কলেজের প্রভাষক মো. লুৎফুর রহমান, কোনকুড়ি ফারুক আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মামুনুর রশিদ, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজ। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, শিব্বির আহমদ, কবি সম্রাট তারেক, নাহিদুল হক, সদর উদ্দিন, মুছলে উদ্দিন মুনাঈন, আব্দুল হাকিম সবুজ, ইসমাইল হোসেন শিযুল, খয়রুল ইসলাম, আহমেদ হাসান ফাহিম, সোহেল আহমদ রানা, আবুল কালাম আজাদ, উমর ফারুক, নাদিম হাসান, আমিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি