গোয়াইনঘাটে বন্যাদুর্গতদের মধ্যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ত্রাণ বিতরণ

7
গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বন্যা দুর্গত অসহায় আড়াই শতাধিক পরিবারের মধ্যে লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫বি এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরল করছেন লায়ন্স নেতৃবৃন্দ।

গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে বন্যাদুর্গত অসহায় আড়াই শতাধিক পরিবারের মধ্যে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ এর সার্বিক তত্ত্বাবধানে বন্যাদুর্গত এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী: চাউল, ডাল, তৈল, পিঁয়াজ, আলু, চিড়া, মুড়ি, খাবার স্যালাইন ও হাত ধোয়ার সাবান বিতরণ করলো বিশ্বের সর্ববৃহৎ সেবা প্রদানকারী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
খাদ্যসামগ্রী বিতরণ কালে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বের প্রায় ২১০টির অধিক দেশে তাদের সেবার কার্যক্রম বিস্তৃত। যেখানে প্রাকৃতিক দুর্যোগ সেখানে সর্বাগ্রে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। তাদের সেবা কাজের ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের এই উদ্যোগ।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- লায়ন্স জেলা ৩১৫বি-১ এর পিডিজি লায়ন ডাঃ আজিজুর রহমান, আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, এ্যাডভাইজার টু ডিজি’স কাউন্সিল লায়ন ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, আরসি হেডকোয়ার্টার লায়ন সাজুয়ান আহমদ, আরসি হেডকোয়ার্টার ও ডিস্ট্রিক্ট গভর্ণর প্রটোকল লায়ন আমিন উদ্দিন আহমদ, আরসি হেড কোয়াটার লায়ন ইমরান আহমদ, আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, লায়ন মিছবা উদ্দিন, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, জোন এডভাইজার লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন মুহিতুর রহমান, সিলেট লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন আব্দুল¬াহ আল মামুন, লায়ন মোসাব্বির মুসা,লায়ন হুমায়ুন আহমদ কাওসার হোসেন এবং লিও জাকির আহমদ। স্থাণীয়দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী খলিলুর রহমান, হাজী তোতা মিয়া, খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামসুল হুদা, সহকারী শিক্ষক আবুল হোসাইন, মাওলানা হেলাল উদ্দিন, ময়না মিয়া, জুনাব আলী, মাহবুবুর রহমান, শাহেদ আহমদ রাজা, আজির উদ্দিন, খলিলুর রহমান,মন্তাজ আলী, শমসীর আহমদ, রুবেল আহমদ। বিজ্ঞপ্তি