শিল্পকলা একাডেমি কর্তৃক শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

10

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জেলা শিল্পকলা একাডেমি সিলেট কর্তৃক উদযাপন করা হয়। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে (৫ আগষ্ট) সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও অনলাইন ভিত্তিক আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের বেলা ১২:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুুরস্কার প্রদান করা হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এইচ. এম মাহফুজুর রহমান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া। চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অদ্বিতীয়া পাল, অনিরুদ্ধ পাল ও রুকনিন শাদীদ চৌধুরী; ‘খ’ বিভাগে প্রভা দেব, সাবিহা তাসমিম তন্দ্রা ও দিব্যজ্যোতি সাহা এবং ‘গ’ বিভাগে অনুপমা বণিক, অর্পিতা রায় ও যুবরাজ মালাকার যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন। বিজ্ঞপ্তি