পররাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় লন্ডন-সিলেট ফ্লাইট আবার শুরু

9

গত ২৫ জুলাই থেকে পূর্বে ঘোষণা ছাড়া হঠাৎ যুক্তরাজ্য-সিলেট সরাসরি ফ্লাইট কোভিড-১৯ হোম কোয়ারেন্টাইন অসুবিধা দেখিয়ে লন্ডন-ঢাকা করা হয়। যার ফলে যুক্তরাজ্য প্রবাসী সহ বিভিন্ন সংগঠন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। বিষয়টি গুরুত্ব দিয়ে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্র মন্ত্রী জোরালো পদক্ষেপ গ্রহণ করেন যার ফলে ৩০ জুলাই আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগত যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট সাথে আনার শর্তে অথবা ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার শর্তে লন্ডন-সিলেট ফ্লাইট আবার চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সরাসরি ফ্লাইট চালু করার জন্য আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। বিজ্ঞপ্তি