ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে গুরুত্ব দিতে হবে ———— আনওয়ার হোসাইন খান

13
সদর উপজেলার মোগলগাঁও এলাকায় বীজ বিতরণ করছেন সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন একের পর এক ধারাবাহিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। বন্যার অন্যান্য ক্ষতি সহজে কাটিয়ে উঠলেও ফসলের ক্ষতি সহজে কাটিয়ে উঠা যায় না। বন্যায় ফসল নষ্ট হলে কৃষকদের পাশপাশি দেশও খাদ্যাভাবে পড়ে। তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে গুরুত্ব দিতে হবে। দরিদ্র প্রান্তিক চাষীদের সহযোগিতায় সরকার এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
আনওয়ার হোসাইন খান গতকাল বুধবার সকালে সিলেট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় মোগলগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মধ্যে ধান বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব সুলতান খান। এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিন, জামায়াত নেতা আব্দুল জাহির, আব্দুল জলিল, মাওলানা জুবায়ের আহমদ, ছাত্রনেতা আতিকুর রহমান আতিক প্রমুখ। বিজ্ঞপ্তি