শরীফগঞ্জে আনোয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

10
শরিফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর কর্মকর্তারা।

আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে শরিফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের ৩৫০ পরিবাবের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণকৃত ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চাউল, চিনি, লবণ, সেমাই, আলু, পিঁয়াজ ও তৈল। আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন চিশতী ও ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান ফেরদৌসী হোসেন চিশতীর নির্দেশনা অনুযায়ী প্রায় ৪ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট বাংলাদেশ কান্ট্রি কমিটির সভাপতি আলী নেওয়াজ আজিজের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. জুমান তারেকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাকারিয়া হোসেন উজ্জ্বল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাতেমতায়ী ও অর্গানিক ফার্ম সফিকুল ইসলাম রাজন, কালীকৃষ্ণপুর গ্রামের সাবেক মেম্বার, কবি ও পল্লী চিকিৎসক মো. ইসমাইল হোসেন সিরাজী, ঢাকা দক্ষিণ এর বিশিষ্ট ব্যবসায়ী কাওছার রাজা রতন, রেজুয়ান হোসেন রাজু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাফিজ খালেদ আহমদ, সাংবাদিক ফকরুল ইসলাম সাকিল সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ। এ সময় বক্তারা হাকালুকি হাওর পারের সবাইকে ধৈর্য্য ধরে আল্লাহ উপর ভরসা রেখে বন্যা পরিস্থিতি ও করোনা মোকাবেলা করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি