৮ ফুট লম্বা অজগর সাপ খাদিমনগরের জাতীয় উদ্যানে অবমুক্ত

29

স্টাফ রিপোর্টার :
খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার দেবাইর বহর গ্রামে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ শহীদ মিয়ার বাড়ীর পিছনের পুকুর পারের বাঁশের ঝাড় থেকে শহীদ মিয়া, শাহাবুদ্দীন ইনতাইসহ স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ধরা হয়েছে। অজগর সাপটি ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপটিকে এক নজর দেখতে শহীদ মিয়ার বাড়িতে ভীড় জমান।
গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বনবিভাগের কর্মকর্তারা এসে অজগরটি অবমুক্ত করতে নিয়ে যান। অজগরটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বন বিভাগের কর্মকর্তা শুভ্র আহমদ রাসেল, মুরব্বি লিয়াকত আলী, আজর আলী, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি সংবাদকর্মী মো. মতিউর রহমান, সাহেবের বাজার ত্রাণ বিতরণ কমিটির সমন্বয়ক এমরান আলী তালুকদার, জুনেদ আহমদ, খাদিমনগর জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির হিসাব রক্ষক আব্দুল কাদির, শিপন গোয়ালা, প্রবাসী আবুল কালাম, কছির মিয়া, শাকিল আহমদ, রুমেল আহমদ, মখলিছুর রহমান প্রমুখ।