সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউসুফ মিয়া ॥ নাহিদার অনৈতিক কর্মকান্ডের বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি

23
জালালাবাদ থানাধীন মোহাম্মদী দুসকি এলাকার মো: ইউসুফ মিয়ার উদ্যোগে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখছেন তানিয়া আক্তার।

স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর বনকলাপাড়ার নাহিদা আক্তারের অনৈতিক কর্মকান্ডের বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জালালাবাদ থানার মোহাম্মদী দুসকী এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়া।
শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউসুফ মিয়া বলেন, ‘নাহিদা তার ভাই পরিচয়দানকারী সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফয়জুল নূর চৌধুরীর ছেলে ছইদ মিয়া চৌধুরীর চার শতক জমি নিজে সাক্ষী থেকে দুই লাখ টাকায় আমার কাছে বিক্রি করেন। এরপর আমি এই জমি ভোগদখল করে আসছি। জমির খাজনাও পরিশোধ করেছি। কিন্তু কয়েকদিন ধরে নাহিদা ফের আমার কাছে আরও অর্থ দাবি করেন। অর্থ না দিলে জমি থেকে উচ্ছেদের হুমকিও দেন।’
ইউসুফ আরও বলেন, এ ঘটনার পর তিনি বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করলে নাহিদা আরও ক্ষেপে গিয়ে তাকে উচ্ছেদের পরিকল্পনা করে ব্যর্থ হন। পরে তিনি নানাভাবে মামলা দিয়ে হয়রানি শুরু করেন। তিনি আমাকেসহ তার কাছ থেকে যারা জমি কিনেছেন সবাইকে নানাভাবে ফাঁসানোর চেষ্টাও করেন বলে দাবি করেন ইউসুফ।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বশির মিয়া, সালেহা বেগম, রাবেয়া বেগম, সাজু মিয়া, সাঈম, তানিয়া আক্তার ও তপন মহাজন।