কানাইঘাট কলেজে মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে উত্তেজনা

12

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সরকারী কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’টি গ্র“পের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে। এ সময় কানাইঘাট থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশের ভূমিকায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
জানা যায়, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার জন্য উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন সমর্থিত বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের আশপাশ এলাকায় সকাল থেকে অবস্থান নেন। অপরদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস সংলগ্ন ইন্টারন্যাশনাল স্কুলের পাশে অবস্থান নেন। আখতার সমর্থিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মোটর সাইকেল যোগে মিছিলে অংশগ্রহণ করার জন্য কলেজে আসার পথে মনসুরিয়া পয়েন্টে তাদের সাথে গিয়াস ও হারুন সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ার ঘটনা ঘটলে সেখান থেকে একটি মোটর সাইকেল ও সাইকেলে রাখা ধারালো চাকু পুলিশ উদ্ধার করে। এ নিয়ে দু’গ্র“পের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে। একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় অপর গ্র“পের নেতাকর্মীদের। পরে গিয়াস ও হারুন সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের সম্মুখ থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলকে কেন্দ্র করে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন জানিয়েছেন, নবীন শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কলেজ ক্যাম্পাসের বাহিরে শান্তিপূর্ণ অবস্থান নেন। মিছিল করার কথা তাদের ছিল না। কিন্তু একপর্যায়ে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করার জন্য ছাত্রলীগ নামধারীরা তাদের উপর অতর্কিত হামলা করে। তিনি বলেন, পুলিশ পুরো ঘটনাটি দেখেছেন, কারা অপরাধ করেছে। অপরদিকে গিয়াস ও হারুন সমর্থিত উপজেলা তৃণমূল ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির তারেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কলেজ শাখার সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আশরাফ জানিয়েছেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে কলেজ কর্তৃপক্ষের নিয়ম শৃঙ্খলা মেনে ক্যাম্পাসের বাহিরে তারা অবস্থান নেন। কিন্তু একপর্যায়ে অপর গ্র“পের কয়েকটি মামলার আসামী ছাত্রলীগ নামধারী আশরাফ সহ কয়েকজন কয়েকটি মোটর সাইকেলে ধারালো অস্ত্র বহন করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রবেশের চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছে। মিছিলকে কেন্দ্র করে সকাল থেকে ক্যাম্পাসে ও আশপাশ এলাকায় অবস্থান নেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।