বাবার আদেশ

28

শেখ একেএম জাকারিয়া

বাবা আমার দুপুর রোদে বটের কোমল ছায়া,
মনে পড়ে এখনও তার হৃদয় ভরতি মায়া।
বাবা আমার যার পরশে রোজই চলতে শেখা,
শৈশবেরই ছায়াগুলো কাঁদায় শুধুই একা!

বাবা আমার শত শাসন নিবিড় ভালোবাসা,
বাবা ছাড়া মন্দ সব-ই মিছে স্বপ্ন-আশা।
বাবা আমার কাধে চেপেই নদীর পাড়ে ঘুরা,
বাবা ছাড়া হয় না কারও মনের আশা পুরা।

বাবা আমার বাল্যকালে সুখ দুখের-ই সাথি,
বাবা ছাড়া জ্বলে-ই নারে আঁধার ঘরের বাতি।
এসো সবাই বাবার কথা লালন করি বুকে,
বাবার আদেশ মেনে চলি সবাই থাকি সুখে।