বর্ষাবাদল

18

বনশ্রী বড়ুয়া

বর্ষা এলো হাতে নিয়ে
মেঘের আস্তো ডালা,
ঝমঝমিয়ে ঝরছে বারি
কাঁদছে সারাবেলা।
বাদল নাচে শ্রাবণ ধারা
রিনিকঝিনিক তালে,
ফোঁটা ফোঁটা জলকেলি
মেঘের আদর গালে।
ঝিলের জলে হংসমিথুন
আনন্দে আজ নাচে,
সোঁদা মাটির গন্ধ নিয়ে
আষাঢ় এলো কাছে।
বৃষ্টি ভেজা গাছের ফাঁকে
কদম ফুলের খেলা,
দূর দিগন্তে কাজল আঁকে
শান্ত মেঘের ভেলা।