প্রাণী অভিজ্ঞতা নিয়ে গল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন বিজয়ী

20

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘প্রাধিকার’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় গল্প লিখা প্রতিযোগিতা। যেখানে প্রাণীদের নানা অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ থেকে ছাত্র-শিক্ষকদের অসংখ্য গল্প জমা পড়ে। যার মধ্য থেকে শ্রেষ্ঠ ৩ বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৩ গল্পের লেখক হিসাবে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামিন ইয়াসার অনাবিল। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা মুস্তাফিজ এবং তৃতীয় বিজয়ী হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী মোঃ সাইফুর রহমান।
বিজয়ী তিন লেখক পাচ্ছেন প্রাইজমানি, ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য উপহার। এছাড়াও আরও দশটি শ্রেষ্ঠ গল্প প্রকাশ করা হবে প্রাধিকারের ওয়েবসাইটে। বিচারকের দায়িত্বে ছিলেন প্রধিকার এর সিনিয়র ১০জন কর্মী। বিজ্ঞপ্তি