গোলাপগঞ্জের আলোচিত সৌমিক হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী শ্রীঘরে

183

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের আলোচিত ঘটনা সিলেট এমসি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র গোলাপগঞ্জ চৌঘরী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে সৌমিক শাহরিয়ার (২৫) কে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী হাসান আহমদ (২৬) জামিন নিতে গিয়ে শ্রীঘরে। গতকাল বৃহস্পতিবার সিলেটের একটি আদালতে সে জামিন নিতে গেলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। আটক হত্যার চেষ্টাকারী হাসান গোলাপগঞ্জ উপজেলার সদর ইউপির চকরিয়া হাত্তিবাড়ী গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
২০১৮ সালের ৬ নভেম্বর ওই শিক্ষার্থী সিলেট থেকে প্রাইভেট পড়া শেষ করে গোলাপগঞ্জে আসে এবং গোলাপগঞ্জে অন্যান্য কাজ শেষ করে করে বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হয়। রাত ১২টায় বাড়ীর কাছাকাছি পৌছা মাত্র ওই মামলার ৬/৭জন হামলাকারী সৌমিককে আটক করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই শিক্ষার্থী কিছুটা কিছুটা সুস্থ হওয়ার পর ১৪/১১/২০১৮ ইং তার ভাইয়ের মাধ্যমে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং (৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করে ওই শিক্ষশার্থীর বড় ভাইর শাওন আহমদ বলেন ওই মামলাটি সিলেট ডিবি পুলিশ তদন্ত করছে।