জগন্নাথপুর বাজারে মাছ-আনাজ বিক্রির স্থান নিয়ে মতবিরোধ

1

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর সদর বাজারে মাছ-আনাজ ও পান সুপারি বিক্রির স্থান নিয়ে নতুন করে মত বিরোধের সৃষ্টি হয়েছে। যুগযুগ ধরে জগন্নাথপুর সদর বাজারে মাছ-আনাজ ও পান সুপারি বিক্রি করে আসছিলেন ব্যবসায়ীরা। তবে করোনা ভাইরাসের কারণে ৩০ মার্চ সোমবার এসব ব্যবসায়ীদের বাজার ত্যাগ করে ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে যাওয়ার জন্য জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়। তবে বাজারের এসব ব্যবসায়ীরা প্রশাসনের দেখানো নতুন স্থানে যেতে চাইছেন না। প্রয়োজনে মাছ-আনাজ ও পান সুপারি বিক্রি বন্ধ করে দেয়ার কথা বলেন এসব ব্যবসায়ীরা। এ ব্যাপারে জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে নিরাপত্তার জন্য খোলা মাঠে এসব ব্যবসায়ীদের যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে ব্যবসায়ীরা নতুন স্থানে যেতে চাইছেন না। এ নিয়ে আবারো প্রশাসনের সাথে আলোচনাক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।